Site icon Jamuna Television

গাজাবাসীকে যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান

গাজাবাসীর নারকীয় যন্ত্রণা দেখেও পুরো বিশ্ব নিশ্চুপ। ফিলিস্তিনিদের রক্ষায় তাই পাশে থাকবে তুরস্ক। রোববার (৫ নভেম্বর) এক জনসভায় এ প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর আল জাজিরার।

এরদোগান জানান, ইসরায়েলি বর্বরতা থেকে গাজাবাসীকে রক্ষা করা মানবিক দায়িত্ব। কিন্তু, সেটি এড়িয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। উল্টো- আগ্রাসনে তারা ইন্ধন যোগাচ্ছে- এমন ইঙ্গিতও দেন এরদোগান। বলেন, ফিলিস্তিনিদের কখনোই এই যুদ্ধে একা ছাড়বে না তার দেশ।

তিনি বলেন, ইসরায়েলি নিষ্ঠুরতা থেকে ফিলিস্তিনি ভাই-বোনদের রক্ষার দায়িত্ব তুরস্কের। নারী ও শিশু হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা মানবিক কর্তব্য। তাছাড়া নির্বিচার আগ্রাসনে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে; তাদেরও দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

গেলো সপ্তাহে, ইসরায়েল থেকে নিজ রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে জানানো হয়, গাজায় মানবিক সংকট এবং ইসরায়েলের আগ্রাসণ নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে দেশে ডাকা হয়েছে।

এটিএম/

Exit mobile version