Site icon Jamuna Television

‘অসংখ্য’ সুযোগের ম্যাচে পয়েন্ট হারালো রিয়াল

ছবি: সংগৃহীত

লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু-তে অসংখ্য সুযোগ হারিয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রোববার (৫ নভেম্বর) দিনগত রাত ২টায় মুখোমুখি হয় দু’দল। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে লসব্লাঙ্কোরা। এ হোঁচটে পয়েন্ট হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারালো কার্লো আনচেলত্তির দল।

এদিন ঘরের মাঠে রিয়ালের ছিল একচেটিয়া আধিপত্য। পঞ্চম মিনিটেই দারুণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভালভারদে। ৩১তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট হয় গার্সিয়ার শট। ৩৯তম মিনিটে ভিনিসিয়াসের শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও জালে বল জড়াতে পারেননি কেউই। গোলের জন্য মোট ২২টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখলেও গোলশূন্য অবস্থায় ফিরতে হয় রিয়ালকে। বিপরীতে ভায়েকানোর ৪ শটের একটিও লক্ষ্যে ছিল না। ১৫ ম্যাচ পর লিগে ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হলো রিয়াল। ১২ ম্যাচে ৯ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইলো মাদ্রিদের ক্লাবটি। এই ম্যাচে ৬৩ শতাংশের ওপর বল দখলে ছিল রিয়াল মাদ্রিদের।

/এনকে

Exit mobile version