Site icon Jamuna Television

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম

প্রতীকী ছবি।

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। অতীতের সব দামের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় ওঠার ১০ দিনের মাথায় আবার বাড়ানো হলো মূল্যবান এ ধাতুর দাম।

সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এই দর কার্যকর করেছে।

২২ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৭৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। স্বর্ণের গয়না কিনতে গেলে বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ হয়। সেই সঙ্গে ভরিপ্রতি মজুরি ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ানোয় এই মূল্যবৃদ্ধি। এর আগে সর্বশেষ গত ২৭ অক্টোবর দাম বাড়ানো হয়েছিল। সেসময় ২২ ক্যারেটের এক ভরির দাম ২ হাজার ৩৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা করা হয়। এটি ছিল দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ দাম।

১৮ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮৫ হাজার ৬১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরির দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।

এএস/এটিএম

Exit mobile version