Site icon Jamuna Television

আ.লীগ নয়, ২৮ তারিখের পর বিএনপি অলিগলি দিয়ে পালাচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ নয়, বিএনপিই ২৮ তারিখের পর অলিগলি দিয়ে পালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় ২৮ তারিখের সমাবেশ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্যে তথ্যের ঘাটতি আছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তারা সঠিকভাবে তথ্য নিয়ে আবারও বক্তব্য দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র রক্ষায় সবসময় কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার। আগুন সন্ত্রাসের সাথে জড়িতদের ধরতে গিয়ে যাতে নিরীহ মানুষ আক্রান্ত না হয়, সে বিষয়ে সর্তক থাকতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version