Site icon Jamuna Television

বাংলাদেশ এখন কালাজ্বর ও ফাইলেরিয়া মুক্ত: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সনদও আমরা পেয়েছি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন, ডব্লিউএইচওর যে গাইডলাইন ছিল, সেটা আমরা ফলো করেছি। একইসঙ্গে বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে সায়েমা ওয়াজেদের বিজয় নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক বছরে বাংলাদেশে ৩৬ কোটি রোগী চিকিৎসা নিয়েছে। সেক্ষেত্রে, ৫ লাখ রোগী বিদেশে চিকিৎসা নেয়ার বিষয়টি বড় নয়। তিনি বলেন, সরকারি হাসপাতালে ৭০ ভাগ রোগী চিকিৎসা নেয়। কারণ, স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছেছে। এজন্য মানুষের গড় আয়ু বেড়েছে। পোলিও, কালাজ্বর, ফাইলেরিয়া ও টিটেনাস নির্মূলে আমাদের সফলতা এসেছে। সব ধরনের ওষুধ উৎপাদন এখন বাংলাদেশে হয় বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়েমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়া বাংলাদেশের বড় অর্জন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, এই অঞ্চলের দুইশ’ কোটি মানুষের স্বাস্থ্যসেবায় তিনি বড় ভুমিকা রাখতে পারবেন। বাংলাদেশও লাভবান হবে এতে।

/এএম

Exit mobile version