Site icon Jamuna Television

মুশফিকের দুর্দান্ত ক্যাচে প্রথম ওভারেই উইকেট বাংলাদেশের

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নেমে প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে ইনিংসের ষষ্ঠ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন লঙ্কান ওপেনার কুশাল পেরেরা।

তবে তার উইকেট প্রাপ্তিতে মুশফিকুর রহিমের অবদান কম নয়। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন এ উইকেটরক্ষক।

এর আগে, সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। মোস্তাফিজের জায়গায় দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। লঙ্কান একাদশেও এসেছে দুই পরিবর্তন। একাদশে ফেরেন কুশাল পেরেরা এবং ধননঞ্জয়া। বাদ পড়েন করুনারত্নে এবং হেমন্ত।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : 

কুশাল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যথুউজ, ধননঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা ও দুশমন্থ চামিরা।

/এনকে

Exit mobile version