Site icon Jamuna Television

‘সরকারের উচ্চ পর্যায় থেকে সিনহাকে দেশত্যাগে বাধ্য করা হয়’

সরকারের উচ্চ পর্যায় থেকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। শুক্রবার সকালে, সুপ্রিমকোর্ট মিলনায়তনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

এসময়, বিচার বিভাগ নির্বাহী বিভাগের চাপের মুখে রয়েছে উল্লেখ করে জয়নুল আবেদিন বলেন, এসকে সিনহা তার লেখনির মাধ্যমে যা প্রকাশ করলো তা জাতির জন্য লজ্জাজনক। সরকারের উদ্দেশ্য হাসিলের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। ব্রিফিংয়ে জয়নুল আবেদিন বলেন, বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ করে খালেদা জিয়ার বিরুদ্ধে অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হয়েছে।

Exit mobile version