Site icon Jamuna Television

বরিশালে ইয়াবাসহ সাবেক পুলিশ কনস্টেবল ও মাদক কারবারি আটক

স্টাফ করেসপনডেন্ট, বরিশাল:

বরিশালে ২ হাজার পিস ইয়াবাসহ আসাদুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত আসাদ বরিশাল পুলিশ লাইন্সের সাবেক কনস্টেবল। এ সময় আরেক মাদক কারবারি মাসুমকেও আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৬ অক্টোবর) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে আসাদুজ্জামানের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে ইয়াবাসহ ধরা পড়েই বরখাস্ত হয়েছিলেন আসাদুজ্জামান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। নথুল্লাবাদগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে ওই দুইজনকে ইয়াবাসহ আটক করেন তারা।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এএস/

Exit mobile version