Site icon Jamuna Television

আকস্মিক ইরাক সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুমকি

বুলেটপ্রুফ জ্যাকেট পরে ইরাক বিমানবন্দনে অ্যান্টনি ব্লিনকেন।

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ইরাক সফর করেছেন মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিনকেন। তুরস্কে সফরের আগে রোববার (৫ নভেম্বর) রাতে বাগদাদ পৌঁছান তিনি। সেখানেই ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির সাথে বৈঠক করেন ব্লিনকেন। এ সময় মার্কিন ব্যক্তি বা স্থাপনার ওপর হামলা হলে ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। খবর আল জাজিরার।

জানা গেছে, রোববার রাতে বাগদাদ পৌঁছানোর পরই বুলেটপ্রুফ জ্যাকেট পরে কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়েন অ্যান্টনি ব্লিনকেন। সবচেয়ে সুরক্ষিত স্থান হিসেবে পরিচিত গ্রিনজোনে নেয়া হয় তাকে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষোভে উত্তাল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সেখানকার মার্কিন দূতাবাসগুলোকে ঘিরেও চলছে বিক্ষোভ। ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়াসহ অন্যান্য ইস্যুতে ইরাককে পাশে পেতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে।

সফর শেষে এক বিবৃতিতে ব্লিনকেন বলেন, গাজা-ইসরায়েল সংঘাত ইস্যুতে অনেকেই আমাদের কর্মীদের ওপর হুমকি সৃষ্টি করার সুযোগ খোঁজার চেষ্টা করছেন। এর পাশাপাশি মার্কিন দূতাবাসসহ বিভিন্ন স্থাপনায় হামলার চেষ্টাও করা হচ্ছে। তাদের সতর্ক করছি, এমন কাজ ভুলেও করবেন না। আমরা তেহরানের সাথে কোনো সংঘাত চাই না। কিন্তু তারা যেন ভুলে না যায়, নিজেদের সামরিক-বেসামরিক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে রক্ষায় সব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ইরাকের মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা হয়। এসব হামলার পেছনে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দায়ী বলে জানায় পেন্টাগন। তারই প্রতিক্রিয়ায় সিরিয়া এবং ইরাকের বিভিন্ন স্থানে বিমান হামলাও চালায় যুক্তরাষ্ট্র।

এসজেড/

Exit mobile version