Site icon Jamuna Television

দেড়শ’ রানে নেই লঙ্কানদের অর্ধেক উইকেট

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪৯ রান।

এর আগে আজ (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ইনিংসের শুরুতে প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে ইনিংসের ষষ্ঠ বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার কুশাল পেরেরা। তিনি করেন ৪ রান। আর মাত্র ৫ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর নিশাঙ্কা-মেন্ডিস জুটি গড়ে দলকে এগিয়ে নেন। তাদের ব্যাটে প্রথম ১০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তোলে শ্রীলঙ্কা। মেন্ডিস ধীরে রান তুললেও চড়াও হন নিশাঙ্কা। ৬১ রানের এই জুটি ভাঙ্গেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বলে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ হয়ে ফেরেন মেন্ডিস। ফেরার আগে ৩০ বলে করেন ১৯ রান।

১১ দশমিক ৩ ওভারে দ্বিতীয় উইকেট হারানো লঙ্কান শিবিরে পরের ওভারেই আবার আঘাত হানে টাইগাররা। এবার উইকেট নেন তানজিম সাকিব। তার বলে পরিষ্কার বোল্ড হয়ে ফেরেন ভয় জাগানো নিশাঙ্কা। ফেরার আগে তিনি ৩৬ বলে করেন ৪১ রান। তার ইনিংসটি ছিল ৮টি চারে সাজানো।

ইনিংসের ২৫তম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। প্রথম বলেই সাদিরা সামারাবিক্রমার কাছে চার খেয়ে বসেন তিনি। তবে পরের বলেই মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানিয়ে সামারাবিক্রমার উইকেট তুলে নেন সাকিব।

এরপরই শুরু হয় নাটক! পরবর্তীতে ব্যাটে নামা লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ আউট হয়ে সাজঘরে ফিরেছেন কোনো বল খেলার আগেই। হয়েছেন ‘টাইম আউট’। আন্তর্জাতিক ক্রিকেট বিরল এই আউটের শিকার হওয়া প্রথম ব্যাটার তিনি।

একটি পুরনো হেলমেট নিয়ে মাঠে নামেন ম্যাথিউজ। তিনি যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি। তাই পরে আরেকটি হেলমেট আনা হয়। কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথিউজ।

নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউজ এই সময়ে প্রস্তুত হতে পারেননি। তাই তাকে টাইম আউট হতে হয়েছে।

ধারাভাষ্যে বলা হচ্ছে, বাংলাদেশ দল এবং অধিনায়কের আবেদনের প্রেক্ষিতে তাকে টাইম আউট দিয়েছেন আম্পায়াররা।

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটার নামছেন, তাকে আউট হতে হবে।

যদিও এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে এই সময় ২ মিনিট। অবশ্য ম্যাথিউজ অতিক্রম করে গেছেন দুইটি নিয়মই।
/এমএইচ

Exit mobile version