Site icon Jamuna Television

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৯ জনের

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৭৯৪ জন ডেঙ্গুরোগী।

সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৭ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৩৭৭ জন। আর মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন, বাকি ৩ জন ঢাকার বাইরের।

চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৮১ হাজার ৬৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ১ হাজার ৫৬৭ জন। আর এক লাখ ৮০ হাজার ১৩১ জন ঢাকার বাইরের।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট দুই লাখ ৭৩ হাজার ৬১৯ জন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৪৭১ জনের।

এসজেড/

Exit mobile version