Site icon Jamuna Television

পদ্মায় পানি বাড়ায় নড়িয়ায় ভাঙনের তীব্রতা বেড়েছে

পদ্মায় পানি বাড়ায় শরীয়তপুরের নড়িয়ায় ভাঙনের তীব্রতা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নদী গর্ভে বিলীন হয়েছে বেসরকারি হাসপাতালসহ বেশ কিছু স্থাপনা।

নতুন করে ভাঙনের কবলে পড়েছে উপজেলার কেদারপুর, মুলফৎগঞ্জ, দাসপাড়া ও বাঁশতলা এলাকা। আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন এসব এলাকার বাসিন্দারা।

ভাঙনের তীব্রতা কমাতে ড্রেজিংয়ের মাধ্যমে একটি চ্যানেল তৈরি করে স্রোত মাঝ নদী বরাবর ঘুরিয়ে দেয়ার কাজ এখনও শুরু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তীব্র স্রোতের কারণে খনন পূর্ব সার্ভে কাজও ব্যাহত হচ্ছে।

Exit mobile version