Site icon Jamuna Television

দেশের নারীরা শিক্ষা ও সেনিটেশনে পিছিয়ে আছে: পরিকল্পনামন্ত্রী

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ নারী শিক্ষা, স্বাস্থ্য ও সেনিটেশনের মতো বিষয়গুলোতে পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসার নিয়ে সেমিনারে তিনি এ কথা জানান।

জলবায়ু পরিবর্তনের ফলে নারী শিক্ষাখাতে যাতে প্রভাব না পড়ে এজন্য পরিকল্পনা প্রণয়নের আশ্বাস দেন এম এ মান্নান।

এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, দেশে শিক্ষার মান তীব্র নিম্নমুখী। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী শিক্ষার্থীরা। জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৫ সালের মধ্যে বিশ্বের ৩০টি দেশের সাড়ে ১২ মিলিয়ন শিক্ষার্থী ঝড়ে পড়ার শঙ্কা প্রকাশ করেন তিনি।

/এমএন

Exit mobile version