Site icon Jamuna Television

শিল্পী নাদিরা বেগম আর নেই

ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হার্টের সমস্যাজনিত অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন এই কণ্ঠশিল্পী। এরমধ্যে তাকে হাসপাতালের সিসিইউ থেকে আইসিইউ নেয়া হয়।

নাদিরা বেগম ভাওয়াইয়া, পল্লিগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন। তিনি ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের মেয়ে নাদিরা বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হবে।

/এমএন

Exit mobile version