Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, আটক ১

ফাইল ছবি

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দর্বৃত্তরা ৷ সোমবার (৬ নভেম্বর) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ঘটনাটি ঘটে। আগুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম। তিনি বলেন, একটি সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। অজ্ঞাত কিছু লোক এসে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। যারা গাড়িতে আগুন দিয়েছে পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা ওই ব্যক্তি মাইক্রোবাস চালক। আগুন দেয়ার পর দুর্বৃত্তরা তার মাইক্রোবাসে চড়ে পালানোর চেষ্টা করেছিলো। তবে পুলিশ পৌঁছানোর আগে তারা পালিয়ে গেলেও মাইক্রোবাস চালককে আটক করা হয়।

/এনকে

Exit mobile version