Site icon Jamuna Television

আর্জেন্টিনা ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা

ফাইল ছবি।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ কলম্বিয়া এবং চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। ম্যাচ দু’টির জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচজন ফুটবলার। এর মধ্যে রয়েছেন ১৭ বছর বয়সি এন্ড্রিক।

ঘোষিত স্কোয়াডের নতুন মুখ হচ্ছেন ডগলাস লুইস, পেপে, জোয়াও পেদ্রো, এন্ড্রিক ও পাওলিনিয়ো। পায়ের চোটে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন নেইমার। তিনি ছাড়া অবশ্য আক্রমণভাগের বাকিদের সবাইকেই পাচ্ছেন ব্রাজিল কোচ। আগামী ১৭ নভেম্বর কলম্বিয়া এবং ২২ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডার্সন ও লুকাস পেরি
ডিফেন্ডার: ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালেস,মার্কুইনোস, নিনো, এমার্সন, রেনান রোদি ও কার্লোস আগুস্তো
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা ও রদ্রিগো
ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, মার্টিনেল্লি, ভিনিসিউস জুনিয়র, জোয়াও পেদ্রো, পলিনিও, পেপে ও রাফিনিয়া।

/এনকে

Exit mobile version