Site icon Jamuna Television

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী (৬০) মারা গেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে সৈয়দপাড়া গ্রামের ফাঁকা মাঠে ট্রেনের সাথে ধাক্কা লাগে তার। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিলেন শাহাজান আলী। এ সময় সৈয়দপাড়া গ্রামে মধ্যে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়।

নিহত চেয়ারম্যানের স্বজনরা বলেন, শাহাজান আলী অসুস্থ ছিলেন, তিনি চোখেও কম দেখতেন। সকালে হাঁটতে বেরিয়ে ট্রেনের আঘাতে তিনি মারা যান।

এদিকে প্রাথমিক সুরতহাল চলছে বলে জানান রেলওয়ে পুলিশের এসআই আব্দুর রশিদ। তিনি বলেন, শাহাজান আলীর শরীরে ক্ষত রয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ চেয়েছে। এজন্য তাদের ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে বলা হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, বিষয়টি জিআরপি পুলিশ দেখছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন আছে বলেও জানান ওসি।

এএস/

Exit mobile version