Site icon Jamuna Television

চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৭ সদস্যের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৭ জন। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দূর্ঘটনার কারণে চট্টগ্রাম-হাটহাজারি- রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল।

হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান জানান, বাসটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসছিলো অটোরিকশা। বেপরোয়া গতিতে চালানোর কারণে দূর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে মা ও শিশু সন্তান রয়েছে। অনেকের শরীর থেঁতলে গেছে।

এসজেড/

Exit mobile version