Site icon Jamuna Television

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব, ফিরছেন দেশে

ইনজুরির কারণে বিশ্বকাপে চলতি আসর থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টিম হোটেল ছেড়ে ঢাকায় ফিরছেন তিনি। মঙ্গলবার (৭ নভেম্বর) বিসিবি মিডিয়া থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, সোমবার শ্রীলঙ্কা ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের আঙুলে আঘাত পান সাকিব। ব্যথা নিয়েই তিনি ব্যাটিং চালিয়ে যান। ম্যাচ শেষে তিনি দিল্লির হাসপাতালে এক্স-রে করান। এতে তার আঙুলে চিড় ধরা পড়ে। ইনজুরি কাটিয়ে সুস্থ্য হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।

পুনর্বাসনের জন্য সাকিব আজই দেশে ফেরত আসছেন বলেও জানান জাতীয় দলের ফিজিও। উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি আছে মাত্র একটি। আগামী ১১ নভেম্বর আসরে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

/এনকে

Exit mobile version