Site icon Jamuna Television

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ

গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে শ্রম মন্ত্রণালয়ে মজুরি নির্ধারণী সভা শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

এ সময় শ্রমিকদের কাজে যোগ দিতে আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী। একইসঙ্গে মালিকপক্ষকে কঠোর না হতেও আহ্বান করেন তিনি।

মন্নুজান সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা নতুন মজুরি ঘোষণা করছি। ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। যা আট হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সেই সাথে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্টও থাকবে। ফলে আগের তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

এর আগে, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গত এপ্রিলে মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর কয়েক দফা বৈঠক করেন সদস্যরা।

এর মধ্যে গত ২২ অক্টোবরের সভায় শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা নির্ধারণের প্রস্তাব দেন। আর মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন। কিন্তু তাতে দুইপক্ষই সম্মত হতে পারেনি। পরে আজ বোর্ডের ৬ষ্ঠ সভায় ন্যূনতম মজুরির বিষয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন দেশের পোশাক শ্রমিকরা।

/এএস/এমএইচ/এমএন

Exit mobile version