Site icon Jamuna Television

আন্দোলনের নামে সহিংসতা গ্রহণযোগ্য নয়: দীপু মনি

অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে মারা, পিটিয়ে পুলিশ হত্যা করা কখনও আন্দোলন হতে পারে না। সেটা সহিংসতা ও সন্ত্রাস। এই সহিংসতা কখনো গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, আন্দোলনের নামে সহিংসতাকারীরা জনগণের ভোট চায় না, তাদের উদ্দেশ্যই হচ্ছে ভিন্ন পন্থায় অবৈধভাবে ক্ষমতা দখল করা।

নতুন শিক্ষা কারিকুলামে খেলাধুলাকে গুরুত্ব দেয়া হয়েছে জানিয়ে এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সরকারিভাবে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। খেলাধুলা ছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানুষ বিকাশ সম্ভব নয়।

/এমএন

Exit mobile version