
সিলেট ব্যুরো:
সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছেন নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে নগরভবনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এ সময় কাগজে কলমে দায়িত্ব ছাড়েন আরিফুল হক চৌধুরী। নবনির্বাচিত মেয়রের কাছে তিনি দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব হস্তান্তরকালে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নতুন মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও আরিফুল হক চৌধুরীকে উপহার দেন। এর আগে, টানা দুই মেয়াদে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন আরিফুল হক চৌধুরী।
এ সময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমি নগরবাসীর কাছে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় দুই মেয়াদ মেয়রের দায়িত্ব পালন করেছি। নগরের সড়ক প্রশস্থকরণে সিলেটের নাগরিকরা হাজার হাজার কোটি টাকার নিজস্ব ভূমি দান করে দেশের ইতিহাসে বিরল এক উদাহরণ সৃষ্টি করেছেন। বিদায়বেলা আমি ভূমিদাতাগণসহ সিলেটের উন্নয়নে যারা নানাভাবে সহযোগিতা করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগের দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতায় সিলেটকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে।
/এমএন



Leave a reply