Site icon Jamuna Television

আরব আমিরাতকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন আনুচিং মগিনি। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে রোববার ভিয়েতনামের বিপক্ষে লড়বে কোচ ছোটন শিষ্যরা।

দিনের প্রথম ম্যাচে লেবাননকে ৭-০ গোলে হারিয়ে বাংলাদেশের জন্য সমীকরণটা একটু কঠিন করে দেয় ভিয়েতনাম। গোল ব্যবধানে ভিয়েতনামের সমান হতে হলে স্বাগতিকদের জিততে হবে অন্তত ৭-০ ব্যবধানে। আর এমন সমীকরণে দারুণ শুরু মনিকা-তহুরাদের। ডি-বক্সের মধ্যে তহুরা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন শামসুন্নাহার সিনিয়র।

মিডফিল্ডে নেই দলের কান্ডারী ফুটবলার মারিয়া মান্ডা। তাতে কী? জ্বলে উঠলেন মনিকা চাকমা। সঙ্গে আনাই মগিনির ডানপ্রান্ত দিয়ে একের পর সাজানো আক্রমন। ডি-বক্সে ছোট বোন আনুচিং মগিনির দারুন ফিনিশিং।

ম্যাচের সবচেয়ে সুন্দর মুহুর্তটি আসে ৩৬ মিনিটে। ডান প্রান্তে আনাই মগিনির ক্রস প্রতিপক্ষে ডিফেন্ডার সানাদ রশিদ প্রতিহত করলে ফিরতি বলে আনুচিং মগিনির ব্যাক ভলি। চোখ জুড়ানো গোলে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পুরণ করেন আনুচিং।

প্রথমার্ধের শেষ দিকে মনিকা চাকমার কর্নার শটে আরব আমিরাত ডিফেন্ডার আলাইয়া হুমাইদ আত্মঘাতী গোল করলে ৫-০ লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জমাট রক্ষণের সঙ্গে বৃষ্টির বাধা। কিছুটা ছন্দ হারায় ছোটন শিষ্যদের ফুটবল শৈলি। সেইসঙ্গে মনিকা-আনাইদের দারুণ সব শটে বাধা হয়ে দাঁড়ান আরব আমিরাত গোলরক্ষক হুদা হুসাইন।

তবে আনাই মগিনির বুদ্ধিদীপ্ত শট ও ইলামনির গোলে ৭-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজ দল।

Exit mobile version