Site icon Jamuna Television

বাবরকে হটিয়ে সিংহাসন নিজের করে নিলেন গিল

ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে সরিয়ে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ভারতীয় এ তরুণ সেনসেশান ব্যাটার। ২০২১ সালের জুলাইয়ের পর থেকে টানা ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বাবর। সেটির অবসান হলো।

বুধবার (০৮ নভেম্বর) সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং আপডেট করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এতে দেখা যায়, ৮৩০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় তরুণ সেনসেশান শুভমান গিল। দ্বিতীয় স্থানে থাকা বাবর আজমের রেটিং পয়েন্ট (৮২৪)।

ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন গিল। এর আগে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও ভিরাট কোহলি। বিশ্বকাপে ভারতের অপ্রতিরোধ্য থাকার অভিযানে অবদান আছে গিলের। ৬ ম্যাচে ২১৯ রান করেছেন তিনি।  টুর্নামেন্টে ৫৪৩ রান করা কুইন্টন ডি কক ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছেন। চারে রয়েছেন কোহলি।

ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়েও যথেষ্ট উন্নতি করেছে ভারতীয় বোলাররা। ৪ বোলার শীর্ষ দশে প্রবেশ করেছেন। শীর্ষস্থান দখলে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে চার নম্বরে রয়েছেন। জসপ্রিত বুমরাহ তিন ধাপ এগিয়ে আটে এবং সাত ধাপ এগিয়ে দশ নম্বরে স্থান করে নিয়েছেন মোহাম্মদ শামি।

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান। বর্তমানে বাংলাদেশের এই পোস্টার বয়ের রেটিং পয়েন্ট ৩২৭। গত সপ্তাহে তার রেটিং পয়েন্ট ছিল ৩১৬। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ৮২ রান আর বল হাতে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। ২০১* রানের অনবদ্য ইনিংস খেলে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন গ্ল্যান ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডার এখন অবস্থান করছেন ছয় নম্বরে।

/আরআইএম

Exit mobile version