Site icon Jamuna Television

সুন্দরবনে লক্ষাধিক টাকায় বিক্রি হলো ১৬ পিস জাভা ভোল মাছ

ছবি: জাভা ভোল মাছ।

সাতক্ষীরা করেসপন্ডেন্ট:

সুন্দরবনের নদীতে ধরা পড়া ১৬টি জাভা ভোল মাছ ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছগুলো সুন্দরবনের দোবেকী এলাকার আড়পাঙ্গাসিয়া নদীতে ধরা পড়ে।

বুধবার (৮ নভেম্বর) সকালে সুন্দরবন থেকে সাতক্ষীরা উপকূলে মাছগুলো নিয়ে আসেন জেলেরা। পরে স্থানীয় এক ব্যবসায়ী ১ লাখ ৫ হাজার টাকায় মাছগুলো কিনে নেন।

এর আগে, গত ২ নভেম্বর সুন্দরবনে নদীতে মাছ ধরতে যান চার জেলে শফিকুল ইসলাম, রফিকুল বৈদ্য, হায়াত আলী গাজী ও জয়নাল মালী। তাদের জালেই ধরা পড়ে মাছগুলো।

মাছগুলোর ক্রেতা স্থানীয় ব্যবসায়ী বক্কার সরদার জানান, মাছগুলো বিদেশি রফতানিকারদের কাছে বিক্রি করবো। এই মাছ খুব দামি, বিদেশে রফতানি হয়। চীনে এই মাছের চাহিদা অনেক। তারা এই মাছ দিয়ে স্যুপ তৈরি করে।

উল্লেখ্য, জাভা ভোল মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। সাধারণত থাইল্যান্ড, মালেশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এই মাছের পেটের মধ্যে যে ফুসফুস থাকে তা অনেক দামি।

/আরএইচ/এমএন

Exit mobile version