Site icon Jamuna Television

‘২৮ অক্টোবরের ঘটনায় বিএনপির অনেক নেতা দুঃখ প্রকাশ করেছেন’

২৮ অক্টোবর পুলিশ হত্যা ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, এমন দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

বুধবার (৮ নভেম্বর) দুপুর রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

হারুন অর রশীদ বলেন, রিমান্ডে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতাকে ওইদিনের সব ফুটেজ দেখানোর পর তারা দুঃখ প্রকাশ করেন। ওইদিন মঞ্চে থাকায় হামলা-জ্বালাও-পোড়াওয়ের বিষয়ে জানতেন না অনেক নেতা। গুটিকয়েক নেতার নির্দেশ ও পরিকল্পনায় এসব ঘটনা ঘটে।

গ্রেফতার কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য পাওয়া গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এমএন

Exit mobile version