Site icon Jamuna Television

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: নিহত শিশু বনি।

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে পুকুরে ডুবে বনি হোসেন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোমিনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বনি একই গ্রামের ফারুক খানের ছেলে।

লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ জানান, বাড়ির উঠানে খেলা করছিল শিশু বনি। এ সময় শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে বনি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুরের পানিতে বনির লাশ ভেসে উঠতে দেখা যায়।

এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরএইচ/এটিএম

Exit mobile version