Site icon Jamuna Television

নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছে, চারবার স্যান্ডেল বদলাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমার নির্বাচনী এলাকার মানুষ কষ্টে নেই। নারীরা দিনে তিনবার ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, আজ থেকে ২০ বছর আগে আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল। তখন আমি প্রথম নির্বাচন করি। আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল। আমার এলাকা আলুভিত্তিক, কৃষিভিত্তিক। সেখানে মানুষের কোনো কষ্ট নেই।

তবে সারাদেশের অবস্থাটা ভিন্ন বলে এ সময় উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। বললেন, আমি তা বুঝি। বিশেষ করে শহর এলাকায় যারা দিনমজুর, নিম্নশ্রেণির তাদের খুব কষ্ট হচ্ছে।

এদিকে, সভা শেষে শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ওভার টাইম, বিভিন্ন সুযোগ সুবিধা, সবকিছু মিলিয়ে শ্রমিকদের দাবি ভালোভাবে পূরণ হয়েছে। শতভাগ বেতন বাড়ানো সম্ভব নয়।

/এমএন

Exit mobile version