Site icon Jamuna Television

ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯৯২

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯২ জন ডেঙ্গুরোগী।

বুধবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৯ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫৫৩ জন। আর মারা যাওয়া সাত জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন, বাকি ১ জন ঢাকার বাইরের।

চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৮৫ হাজার ৫০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৩২০ জন। আর এক লাখ ৮৩ হাজার ১৮৫ জন ঢাকার বাইরের।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে দুই লাখ ৭৭ হাজার ৬৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৪৩২ জনের।

/এমএন

Exit mobile version