Site icon Jamuna Television

মানুষ ও খাবারের পার্থক্য বুঝলো না, রোবটের আঘাতে পিষ্ট যুবক

ছবি: সংগৃহীত।

দক্ষিণ কোরিয়ায় রোবটের আঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সময় রোবটটি খাবারের বাক্স উত্তোলন ও স্থানান্তরের কাজে নিয়োজিত ছিল। খবর বিবিসির।

জানা যায়, নিহত ওই ব্যক্তি (৪০) দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি রোবটভিত্তিক কোম্পানিতে কাজ করতেন। ঘটনার সময় তিনি রোবট নিরক্ষকের কাজ করছিলেন। এ সময় রোবট খাবার স্থানান্তরের কাজে নিয়োজিত ছিল। কিন্তু রোবটটি খাবারের বক্স ও মানুষের পার্থক্য বুঝতে না পারায়, ওই ব্যক্তিটিকে কনভেয়ার বেল্টের সাথে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তির মুখ ও বুক থেতলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতেলে নিয়ে গেলে মৃত্যু হয় তার।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে একটি অটোমোবাইল যন্ত্রাংশ উৎপাদন কারখানায় কাজ করার সময় রোবটের দ্বারা গুরুতর আহত হন ৫০ বছর বয়সী এক ব্যক্তি।

আরএইচ/এটিএম

Exit mobile version