Site icon Jamuna Television

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন। রাত নয়টার দিকে তাকে বহনকারী বিমানটি লন্ডনে পৌঁছায়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর লন্ডন থেকে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। যেখানে রোহিঙ্গা বিষয়ে নতুন প্রস্তাবনা তুলে ধরবেন। একই দিন জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে শেখ হাসিনার। অধিবেশনের ফাঁকে একাধিক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে ২৯ সেপ্টেম্বর রাতে আবুধাবী হয়ে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Exit mobile version