Site icon Jamuna Television

মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করলো হুতি

একটি আমেরিকান 'এমকিউ-নাইন' রিপার ড্রোন। ইয়েমেনের উপকূলে এই ধরনের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (৮ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি।

বলা হয়, ইয়েমেন উপকূলে হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউ-নাইন রিপার ড্রোন। এর আগে হুতি বিদ্রোহীরাও জানায়, মার্কিন ড্রোন ধ্বংসের কথা। গোষ্ঠীটির দাবি, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সহায়তার উদ্দেশ্যে পাঠানো হয়েছিলো এই নজরদারি ড্রোন। যা হুতিদের বিরুদ্ধে গোয়েন্দাগিরিতে ব্যবহার করা হচ্ছিলো। গোষ্ঠীটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে এটি।

এর আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুতিরা। অন্যদিকে, গত মাসে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে হুতিদের উৎক্ষেপণ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোনকে ভূপাতিত করে মার্কিন নৌবাহিনী।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরান সমর্থিত এবং ২০১৪ সাল থেকে ইয়েমেনের সরকারের সঙ্গে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে আছে। এই অঞ্চলে ইরান-সমর্থিত আরেকটি গ্রুপ রয়েছে– লেবাননের হিজবুল্লাহ।

/এএম

Exit mobile version