Site icon Jamuna Television

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো বক্তব্য নেই বেইজিংয়ের: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে চীনের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বললেন, এই সমস্যা বাংলাদেশের জনগণই সমাধান করবে। তবে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশে স্থিতিশীল ও উন্নত পরিবেশ দেখতে চায় চীন। আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো মতভেদ কাটিয়ে নির্বাচনে অংশ নেবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) ডিক্যাব টকে এ কথা জানান তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কেমন নির্বাচন হবে তা জনগণ নির্ধারণ করবে। চীন বিশ্বাস করে, সংবিধান অনুযায়ীই ভোট হবে। নির্বাচনের পরেও ঢাকা বেইজিং সম্পর্ক অটুট থাকবে।

এ সময় ইয়াও ওয়েন উল্লেখ করেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট নিয়ে বাংলাদেশ সরকার চীনের কোনো সহযোগিতা চায়নি। তবে প্রস্তাব পেলে পাশে থাকবে তার দেশ।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কীভাবে কমবে, তা তারাই নির্ধারণ করবে। তবে চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলােদশে থাকা চীনা নাগরিকরা অনিরাপদ বোধ করছে না।

/এসজেড/এমএন

Exit mobile version