Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

বিশ্বকাপের ৩৫তম ম্যাচে বৃহস্পতিবার (৯ নভেম্বর) মুখোমুখি হচ্ছে এই দু’দল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে দুই দলই একাদশে একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। ইশ সৌধির পরিবর্তে নিউজিল্যান্ড একাদশে এসেছেন লকি ফার্গুসন। অন্যদিকে কাসুন রাজিথার পরিবর্তে একাদশে ঢুকেছেন চামিকা করুনারাথনে।

নিউজিল্যান্ডের একাদশ:
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাম্পমান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা একাদশ :
কুশাল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধননঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারাথনে, মাহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, ও দুশমন্থ চামিরা।

Exit mobile version