Site icon Jamuna Television

বরিশালে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় কারফা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান স্বর্না গার্মেন্টস এ্যান্ড ক্লথ স্টোরে ছিলেন ইউপি চেয়ারম্যান ও জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু।

এসময় দু’টি মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।

তবে হাসপাতালে নেয়ার পথেই রাত পৌঁনে ১০টার দিকে মারা যান তিনি। দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।

যমুনা অনলাইন : আরএম

Exit mobile version