Site icon Jamuna Television

ক্রিকেটকে বিদায় বললেন মেগ ল্যানিং

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং। ৩১ বছর বয়সী এই অধিনায়ক ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আর অস্ট্রেলিয়ার হয়ে খেলেননি।

অবসর ঘোষণায় মেগ ল্যানিং বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া আমার জন্য একটু কঠিন ছিল। তবে আমার মনে হয়েছে, এটাই সঠিক সময়। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি দারুণ সময় পার করেছি। ক্যারিয়ারে যা অর্জন করেছি, তার জন্য আমি গর্বিত।

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ল্যানিংয়ের। খেলেছেন ১০৩টি ওয়ানডে, ১২৩টি টি-টোয়েন্টি ও ৬টি টেস্ট। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন পাঁচটি বিশ্বকাপ, সব মিলিয়ে জিতেছেন সাতটি। এর মধ্যে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিতেছেন কমনওয়েলথ গেমসে সোনার পদকও।

২০১৪ সালে অধিনায়কত্ব পাওয়ার পর থেকে অস্ট্রেলিয়াকে ১৮২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ল্যানিং। মাত্র ১৮ বছর বয়সে শতক করে ছেলে ও মেয়ে মিলিয়ে অজিদের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েন তিনি।

/এএম

Exit mobile version