Site icon Jamuna Television

এখন দেশে কেউ না খেয়ে থাকে না: খাদ্যমন্ত্রী

ছবি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

দেশে খাদ্যের অভাব নেই, এখন কেউ না খেয়ে থাকে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ভবিষ্যতে বিদেশে খাদ্য রফতানি করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের কারণে গ্রামের মানুষ শহরের সুবিধা ভোগ করতে পারছে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার এদেশে কখনও হবে না জানিয়ে তিনি বলেন উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই। এ সময় বিএনপি নেতাকর্মীদের পদত্যাগ করার আহ্বানও জানান তিনি।

আরএইচ/এটিএম

Exit mobile version