Site icon Jamuna Television

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ১৭ জনের, হাসপাতালে ১৭৩৪

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৩৪ জন ডেঙ্গুরোগী।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭১ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৪৬৩ জন। আর মারা যাওয়া সতের জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪ জন এবং ঢাকার বাইরের ১৩ জন।

চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৮৭ হাজার ২৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৫৯১ জন। আর এক লাখ ৮৪ হাজার ৬৪৮ জন ঢাকার বাইরের।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে দুই লাখ ৭৯ হাজার ৪৩০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৪৪৯ জনের।

/এমএন

Exit mobile version