Site icon Jamuna Television

ফেনীতে তিন রোহিঙ্গার পেটে মিললো ৪ হাজার পিস ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:

ফেনীতে তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে বিশেষ কায়দায় পেটে ইয়াবা ঢুকিয়ে তা পাচার করে আসছিলো। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, দ্বীন মোহাম্মদ সাগর (১৯), সঞ্চিতা বেগম (২৫) ও খালেদা বেগম (২৭)। তারা সকলেই কক্সবাজারের টেকনাফ লেদি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা জানান, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাড়িপুর এলাকায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পেটে ইয়াবা থাকার বিষয়টি তারা স্বীকার করে। পরে ফেনী জেনারেল হাসপাতালে এক্সরে করানো হয়। এ সময় পেটে বস্তুসদৃশ কিছু একটা ধরা পড়ে। এরপর থানায় নিয়ে দীর্ঘ প্রক্রিয়ায় পায়ুপথ থেকে ৪ হাজার পিস ইয়াবা বের হয়।

ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন জানান, আসামিরা দীর্ঘদিনযাবত বিশেষ কায়দায় কলার ভেতরে ঢুকিয়ে পেটে ভরে ইয়াবা পাচার করে আসছিলো।

/আরএইচ/এনকে

Exit mobile version