Site icon Jamuna Television

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, গত ২৯ অক্টোবরের একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। শুক্রবার (১০ নভেম্বর) আসামিকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর হরতালের সমর্থনে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের পশ্চিম আকুর-টাকুর পাড়া এলাকায় মিছিল বের করা হয়। এ ঘটনা পর সদর থানার উপপরিদর্শক (এসআই) সুবল চন্দ্র পাল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়।

/এনকে

Exit mobile version