Site icon Jamuna Television

পানি সরবাহ বন্ধ, গাজায় ডায়রিয়ার প্রকোপ

পানিশূন্যতা ও ডায়রিয়াসহ নানা রোগের প্রকোপ বেড়েছে গাজায়। ভুক্তোভোগীদের বেশিরভাগই শিশু।

আগ্রাসন শুরুর পরই গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। আর তাই উপত্যকাজুড়ে তীব্র বিশুদ্ধ পানির সংকট। এছাড়া ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে স্কুল-হাসপাতালে। এক জায়গায় গাদাগাদি করতে থাকতে হচ্ছে তাদের। আর তাতেই বাড়ছে নানা রোগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, অক্টোবরের মাঝামাঝি থেকে সাড়ে ৩৩ হাজার ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, যাদের বেশিরভাগেরই বয়স পাঁচ বছরের নিচে। ইসরায়েলি হামলায় আহতদের চাপে যথাযথ চিকিৎসা পাচ্ছে না এসব রোগীরা।

এটিএম/

Exit mobile version