Site icon Jamuna Television

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পটুয়াখালী-১ আসনে আফজাল হোসেন এমপি নির্বাচিত

ফাইল ছবি

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আফজাল হোসেনকে এমপি নির্বাচিত ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তিনি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ঘোষণা করা হয়। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২৪ অক্টোবর শূন্য আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী আসনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১ নভেম্বর এবং মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল ২ নভেম্বর। ৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ১০ নভেম্বর প্রতীক বরাদ্দ শেষে ২৬ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল। তবে আফজাল হোসেন একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বৈধও হয়। বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকেই সংসদ সদস্য ঘোষণা করা হয়।

/এনকে

Exit mobile version