Site icon Jamuna Television

ভোটারদের ভোট কেন্দ্রে আনাই চ্যালেঞ্জ: মেনন

১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী নির্বাচনে চ্যালেঞ্জ একটাই, ভোটারদের ভোট কেন্দ্রে আনা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে রাজধানীর তোপখানা রোডে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মেনন বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো সংকট নেই, যথাসময়ে ভোট হবে। বিএনপি জামায়াত তাদের আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি বলে মন্তব্য করেন।
তিনি বলেন বিএনপি নেতারা পালিয়ে বেড়াচ্ছেন অথচ তারা রাজপথে নাকি আন্দোলন করবেন।

কয়েকটি গাড়ি পোড়ানোই এখন বিএনপির আন্দোলন বলে অভিযোগ করেন মেনন। সব আন্দোলন শেষ পর্যন্ত নির্বাচনকে ঘিরে শেষ হবে বলে মন্তব্য করেন তিনি। শ্রমিক হত্যা করে আন্দোলন দমানো যাবে না বলেও সতর্ক করেন তিনি। এছাড়া পুলিশ-বিজিবি কিংবা গুলি, সাউন্ড গ্রেনেড মেরে শ্রমিক আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।

এটিএম/

Exit mobile version