Site icon Jamuna Television

শেষ হতে চলেছে নান্নু-বাশার অধ্যায়!

ছবি: সংগৃহীত

গত বছরের জুনের শিরোনাম ‘২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাড়লো নান্নু-বাশারের মেয়াদ’। বিশ্বকাপ শেষের ঘন্টা বেজে গেছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে ১১ নভেম্বর শেষ হচ্ছে টাইগারদের এবারের আসর। প্রশ্ন, নির্বাচক হিসেবে নান্নু-বাশারের পথচলাও কি শেষ হচ্ছে এখানেই?

২০২১ সালের ৩১ ডিসেম্বর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশারের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ধোঁয়াশা ছিল তাদের মেয়াদ বাড়ানো নিয়ে। অবশেষে ২০২২’র জুনে বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছিলেন দুই নির্বাচকের মেয়াদ বাড়ানোর।

৩১ ডিসেম্বর ২০২৩, এক বছরের বাড়তি মেয়াদ শেষের সময় ঘনিয়ে আসছে। নান্নু-বাশারদের মেয়াদ বাড়ানো হবে নাকি এখানেই ঘটবে যবনিকাপাত? নিয়মানুযায়ী সেটা বিসিবির পক্ষ থেকে জানাতে হবে মেয়াদ শেষের অন্তত এক মাস আগে। অর্থাৎ চলতি মাসেই সিদ্ধান্ত নেয়ার কথা বিসিবির। এখন প্রশ্ন হচ্ছে বাড়তি মেয়াদের এক বছরে দল নির্বাচনে কতটা সফল নান্নু-বাশারের নির্বাচক প্যানেল?

দ্বিপাক্ষিক সিরিজের কথা এক পাশে রেখে চলতি বছরের সবচেয়ে বড় দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের দিকে তাকালে চোখে পড়বে দল নির্বাচনের ক্ষেত্রে নানা দ্বিধাদ্বন্দের চিত্র। মাহমুদউল্লাহ-তামিম ইস্যুতে পরিষ্কার ব্যাখ্যা দিতে সমস্যায় পড়া কিংবা ব্যাকআপ পরিকল্পনার ঘাটতিতে বিজয়কে দুই টুর্নামেন্টেই শেষ সময় উড়িয়ে নিয়ে যাওয়া। অথবা দল নির্বাচনে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিকমাধ্যমের প্রভাব। এসব একাধিকবার নির্বাচক প্যানেলকে দাঁড় করিয়েছে কাঠগোড়ায়।

তবে নান্নুর ক্ষেত্রে গল্পটা হতে পারে শেষ হইয়াও হইলো না শেষ। নির্বাচক পদ থেকে সরিয়ে; তাকে দেয়া হতে পারে ভিন্ন কোনো দায়িত্বে। হাবিবুল বাশার হয়তো যাবেন এ দলে। আর নতুন নির্বাচক হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন হান্নান সরকার/হাসিবুল শান্তরা।

/আরআইএম

Exit mobile version