Site icon Jamuna Television

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোরের শংকরপুর বাবলাতলা এলাকায় শনিবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, দু’দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে মারা যায় শহিদুল তপন।

পুলিশের ভাষ্য, শংকপুর বাবলাতলা এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। এসময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় শহিদুলকে উদ্ধার করা হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহিদুলের বাড়ি শহরের রায়পাড়ায়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দাবি পুলিশের।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version