Site icon Jamuna Television

ঝিনাইদহে দেয়াল ভেঙে বাড়িতে ঢুকে গেলো বাস

ঝিনাইদহ করেসপন্ডেন্ট:

ঝিনাইদহে যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাগুরা থেকে যশোরগামী এমআর পরিবহনের একটি যাত্রবাহী বাস ঝিনাইদহের বাইপাস সড়কের কালিকাপুরে পৌঁছলে অপরদিক থেকে আসা ইঞ্জিন চালিত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে একটি বাড়ির দেয়াল ভেঙে ভিতরে ঢুকে যায়। এ ঘটনায় ওই বাড়ির কেউ হতাহত না হলেও বাসের যাত্রীসহ নসিমন ড্রাইভার আহত হয়।

এ বিষয়ে ঝিনাইদহ থানার ওসি শাহীন উদ্দীন বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাাতলে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে নারীসহ মোট ৬ জন ভর্তি আছে। তবে বেশিরভাগ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের গন্তব্যে চলে গেছে। বাসটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

আরএইচ/এটিএম

Exit mobile version