Site icon Jamuna Television

সংখ্যালঘুদের গুরুত্ব শুধু ভোটের সময়: হিন্দু মহাজোট

ধর্মীয় সংখ্যালঘু বান্ধব নির্বাচনী ইশতেহার পূরণ করেনি ক্ষমতাসীন সরকার। এমন অভিযোগ করে জাতীয় হিন্দু মহাজোট, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ণ ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে ডিআরিইউতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন। তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় উদ্বিগ্ন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করার শঙ্কাও প্রকাশ করে জাতীয় হিন্দু মহাজোট।

সংবাদ সম্মেলনে বলা হয়, সংখ্যালঘুরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। ভোটের সময় গুরুত্ব দিলেও, আওয়ামী লীগ সরকার বারবার ধর্মীয় সংখ্যালঘুদের উপেক্ষা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে সংগঠনটি।

এটিএম/

Exit mobile version