Site icon Jamuna Television

কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ঝিনাইদহ করেসপন্ডেন্ট:

ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজবাড়ী জেলার আসাদ ও মানিকগঞ্জ জেলার এনামুল। তারা দু’জনই শৈলকূপা পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, ভোরে ওই বাড়ির উঠানে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ভেজা কম্বল শুকাতে গিয়ে টানানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়ে থাকতে পারে বলে জানায় তারা।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু’জনের মৃতদেহ বাড়ির উঠানে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেজা কম্বল শুকাতে গিয়ে প্রথমে একজন বিদ্যুতায়িত হয়। পরে তাকে বাঁচাতে যেয়ে অন্যজনও মারা গেছে। তারপরও এ বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি।

/আরএইচ/এমএন

Exit mobile version