Site icon Jamuna Television

রেমিট্যান্সের ডলারে সর্বোচ্চ ১১৬ টাকা মিলবে

রেমিট্যান্স আনার ক্ষেত্রে ডলারের দর নিয়ে আবারও কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী, প্রণোদনাসহ রেমিট্যান্স আনার ক্ষেত্রে ব্যাংকগুলো ডলারপ্রতি সর্বোচ্চ ১১৬ টাকা পর্যন্ত দিতে পারবে। কোনো ব্যাংক এর চেয়ে বেশি দামে ডলার কিনলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তবে ব্যাংকগুলো যে দরেই ডলার কিনুক না কেন বিক্রি করতে হবে সর্বোচ্চ ১১১ টাকায়। আর ব্যাংকগুলোর সংগৃহীত রেমিট্যান্সের ১০ শতাংশ অবশ্যই আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বিক্রি করতে হবে।

বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ডলারের বিনিময় হার নিয়ে এসব সিদ্ধান্তের কথা উঠে আসে।

রেমিট্যান্সের ডলারের দর ১২৬ টাকা পর্যন্ত উঠার প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওই বৈঠক আহ্বান করা হয়। ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি এর অনুরোধের ভিত্তিতে বৈঠকটি ডাকা হয়।

/এমএন

Exit mobile version