Site icon Jamuna Television

সরকারের নেয়া পরিকল্পনা সফল হলে হতদরিদ্র থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শুধু রাজধানী নয়, সরকার পুরো দেশজুড়েই উন্নয়ন করেছে। সরকারের নেয়া পরিকল্পনা সফল হলে দেশে হতদরিদ্র মানুষ থাকবে না।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে গণভবনে শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র প্রদানের লক্ষ্যে ত্রাণ ভান্ডারে আর্থিক অনুদান প্রদান গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অবরোধকে কেন্দ্র করে আগুনসন্ত্রাসের জন্য দেশের সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version